নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ কৈলাসহরের সার্বিক উন্নয়নের স্বার্থে তীব্র আন্দোলনে সামিল হওয়ার কথা ঘোষণা করেছে জেলা কংগ্রেস কমিটি৷ আগামী শনিবার কংগ্রেস ভবনের সামনে ২১ দফা দাবিতে ৬ ঘন্টার গণ অবস্থান পালন করা হবে৷
কৈলাসহরবাসীর সার্বিক উন্নয়নের স্বার্থে জেলা কংগ্রেস কমিটি আন্দোলন কর্মসূচী গ্রহণ করেছে৷ জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জমান আন্দোলন কর্মসূচী ঘোষণা করেন৷ তিনি বলেন, ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার কংগ্রেস ভবনের সামনে ৬ ঘন্টার গণ অবস্থান পালন করা হবে৷ সরকার যদি দাবি পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে তাহলে ১৮ জানুয়ারি কৈলাসহরে বন্ধের ডাক দেওয়া হবে বলে হঁুশিয়ারি দেওয়া হ য়েছে৷ ২১ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কুমারঘাট কৈলাসহরের অসমাপ্ত কাজ পক্ষকালের মধ্যে শে, করা পালিয়ে যাওয়া চিটফান্ড সংস্থাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, কৈলাসহর মহকুমায় একটি কারিগরী মহাবিদ্যালয় স্থাপন করা, কৈলাসহরে অবস্তিত জেলাস্তরের কোন অফিস অন্যত্র স্থানান্তর করা যাবে না, কৈলাসহরে একটি বিএড কলেজ স্থাপন করা কৈলাসহরে সীমান্ত হাট ও সার কারখানা স্থাপন ও কৈলাসহরের বিমানবন্দরের জমি অধিগ্রহণ করা প্রভৃতি৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রুদ্রেন্দ ভট্টাচার্য৷ দাবিগুলি পূরণ না হলে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷