শীতের আমেজ কিছুটা মিলেছে,ব্যবসা বাড়বে আশাবাদী ভূটানিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ শীত রাজ্যে এসেছে৷ রবিবার ও সোমবার বাংলাদেশে সৃষ্ঠ ঘূর্ণাবর্তের ফলে রাজ্যে ঝিরঝির বৃষ্টি হয়েছে

শীতের আমেজ এখনো পুরোপুরি রাজ্যবাসী অনুভব করেননি, তবে ভুটানিরা শীতবস্ত্র নিয়ে ক্রেতার অপেক্ষায়৷ আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

দিনভর৷ শীতবস্ত্র বিকিকিনিতে ব্যাপক মন্দা চলছি৷ দুই দিনের বৃষ্টিতে কিছুটা শীতের আমেজ মিলেছে৷ যদিও শীত এখনো পুরোপুরি রাজ্যে জাকিয়ে বসেনি৷ ভুটানিদের আশা আগামী কিছুদিনের মধ্যে পরিস্থিতি ব্যবসা বেড়ে যাবে৷ এখন দিনভর বসে থাকলেও বিকিকিনি নাই বললেই চলে৷
প্রতি বছর শীতের মরশুমে বাইরে থেকে এই ভুটানিরা বাহারী শীতবস্ত্র নিয়ে পার্ব্যতী রাজ্য ত্রিপুরার রাজধানীতে আসেন৷ শহরের শকুন্তলা রোডের একটি নির্দিষ্ট স্থান প্রশাসনের তরফ থেকে ভুটানিদের শীতবস্ত্র বিপননের জন্য চিহ্ণিত করে দিয়েছে৷ তারা সেখানে সকাল সন্ধ্যা শীতবস্ত্র বিক্রি করেন৷ শহরের বিভিন্ন স্থানে ভাড়ায় থেকে তারা এই ব্যবসা চালিয়ে যান গোটা শীত মরশুম৷ পূর্বে দেখা গিয়েছিল, গতানুগতিক পোশাক নিয়ে হাজির হতেন তারা৷ কিন্তু দিন বদলেছে, সেই সঙ্গে মানুষের চাহিদা ও রুচি পরিবর্তন হয়েছে৷ সেই সাথে তাল মিলিয়ে তারা রুচিসম্মত শীতবস্ত্র নিয়ে হাজির হচ্ছেন৷ তাই গত কয়েক বছর যাবৎ বিকিকিন ভালোই হচ্ছে বলে দাবি করেছেন জনৈকি বিক্রেতা৷ কিন্তু, এবছর এখনও পর্যন্ত জমজমাট বিকিকিনি হচ্ছে না৷ তাই তাদের একটু সমস্যা হচ্ছে৷ তারপরও তারা আশাবাদী কিছুদিনের মধ্যে বিকিকিনি ভাল হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *