শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর বিশেষ মহড়া অনুষ্ঠিত

শান্তিরবাজার, ৯ জুলাই: শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর এক বিশেষ মহড়া অনুষ্ঠিত করা হয়।

বর্তমান সময়ে ভারী বর্ষার ফলে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ছে। বিগত বছরে দক্ষিনজেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে করে দক্ষিন জেলায় ব্যাপক হারে ক্ষতি হয়েছে। হঠাৎ করে বর্ষার জলে সমগ্র এলাকায় জলমগ্ন হয়ে পরে ও বর্ষায় মোকাবিলার সঠিকভাবে প্রস্তুতি না থাকার ফলে অধিকাংশ লোকজনেরা ক্ষতিগ্রস্থ হয়ে পরে।

বর্তমান সময়ে টানা বর্ষার প্রভাব দেখে বুধবার সকালবেলায় শান্তিরবাজার মহকুমার গার্ধাং অশ্বীনি ত্রিপুরা পাড়া, মুহুড়ীপুর ও শান্তির বাজার মুকুট অডিটরায়াম সংলগ্ন এলাকায় মহকুমাশাসকের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগের উপর এক বিশেষ মহড়া অনুষ্ঠিত করা হয়।

মহকুমা শাসকের উদ্যোগে আজকের এই মহড়ায় টিএসআর নবম বাহিনী , শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মী, আরক্ষাদপ্তরের কর্মী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ কর্মীরা অংশগ্রহন করে। এই মহড়ায় ভূমিধ্বস ও জল থেকে কিভাবে নিজেদের রক্ষা করা যায় ও মহকুমাশাসকের পক্ষ থেকে কিভাবে লোকজনেরা সাহায্য পেয়ে নিজেদের রক্ষা করতে পারবে তা নিয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।