অর্থের বিনিময়ে দলবদলের প্রস্তাব! কেজরির অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ সাক্সেনার

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): দলীয় প্রার্থীদের টাকার বিনিময়ে দলবদলের প্রস্তাব দিচ্ছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। যদিও আম আদমি পার্টির সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। মানহানি করেছেন কেজরিওয়াল, অভিযোগ বিজেপি শিবিরের। এরই সঙ্গে টাকার বিনিময়ে দলবদলের বিষয়টি খতিয়ে দেখতে দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নরের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের দাবি মেনে গোটা বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন লেফ্টেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। এই ইস্যুতে ভোট গণনার আগে সরগরম দিল্লির রাজনীতি।

এএপি প্রার্থী অবধ ওঝা বলেছেন, “১০-১৫ জন বিধায়ক বলেছেন (তাঁদের কাছে বিজেপির প্রস্তাব এসেছে)।” এএপি বিধায়ক জার্নাইল সিং বলেছেন, “বিজেপি এএপি বিধায়ক এবং প্রার্থীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। আমরা অরবিন্দ কেজরিওয়ালকে আশ্বস্ত করেছি, আমাদের কেউই নত করতে পারবে না। আমরা শক্তিশালীভাবে নির্বাচনে লড়াই করেছি এবং আগামীকাল এএপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।” এএপি সাংসদ সঞ্জয় সিং বলেছেন, “তাঁরা নাটক তৈরি করতে চায়। আমরা অভিযোগ করতে চাই; আমরা ব্যবস্থা চাই। এসিবিকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমি অভিযোগ জানাতে এসিবির অফিসে যাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *