নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): কিছুদিন আগেই লোকসভা ভোটের প্রার্থী হিসেবে গোটা দেশের ১৮২টি কেন্দ্রে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| চলতি মাসের ১৬, ১৯ এবং ২০ তারিখে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়| প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর, শুক্রবার রাতে আবারও বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি| বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি-সহ কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা| কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক শেষে গভীর রাতে সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি|

দ্বিতীয় প্রার্থী তালিকায় মোট ৩৬ জন প্রার্থীর নাম রয়েছে| যে সব রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, তার মধ্যে আছে অন্ধ্রপ্রদেশের ২৩টি আসন, মহারাষ্ট্রের ৬টি আসন, ওডিশার ৫টি আসন, উত্তর-পূর্বের রাজ্য অসমের একটি আসন এবং মেঘালয়ের একটি আসন| দ্বিতীয় প্রার্থী তালিকায় প্রকাশিত ৩৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এবং গিরিশ বাপট| আসন্ন লোকসভা নির্বাচনে ওডিশার পুরী থেকে ভোটে লড়বেন সম্বিত পাত্র| গিরিশ বাপট লড়বেন মহারাষ্ট্রের পুণে থেকে| কেন্দ্রীয় মন্ত্রী জয় প্রকাশ নাড্ডা জানিয়েছেন, ‘৩৬ জন প্রার্থীর মধ্যে নাম রয়েছে ওডিশার বিজেপি সভাপতি বসন্ত পাণ্ডা, বর্ষীয়ান নেতা সুরেশ পূজারি এবং আমাদের মুখপাত্র সম্বিত পাত্র| যত শীঘ্রই সম্ভব প্রথম ও দ্বিতীয় দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে|’
প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন| গোটা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে ওডিশা, অন্ধ্রপ্রদেশ, সিকিম ও অরুণাচল প্রদেশ-এই চারটি রাজ্যেও| যদিও জম্মু ও কাশ্মীরে এখনই হচ্ছে না বিধানসভা নির্বাচন| শুক্রবার গভীর রাতে লোকসভা ভোটের ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওডিশা এবং মেঘালয়ের (সেলসেল্লা উপ-নির্বাচন) বিধানসভা ভোটের প্রার্থী তালিকাও ঘোষণা করেছে বিজেপি| অন্ধ্রপ্রদেশের ৫১টি আসন, ওডিশার ২২টি আসন এবং মেঘালয়ের সেলসেল্লা আসনের (উপ-নির্বাচন) প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে|

