বৈঠকে বসতে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে ৬৫ ঘণ্টা রেল অবরোধ প্রত্যাহার

হাফলং (অসম), ৯ মার্চ (হি.স.) : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের কাছ থেকে বৈঠকের আমন্ত্রণ পেয়ে অবশেষে পাহাড় লাইনে অনির্দিষ্টকালীন রেল অবরোধ শনিবার বেলা দেড়টা নাগাদ প্রত্যাহার করেছে এনসি হিলস্ ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম ও ইন্ডিজেনাস উইমেন ফোরাম। গতকাল উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের কাছ থেকে ১১ মার্চ বৈঠকে বসার ডাক পেয়ে তা প্রত্যাখ্যান করেছিলেন আন্দোলনকারীরা। খবর যায় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি তাঁদের দাবির ভিত্তিতে কথা বলতে আগামী সোমবার দিশপুরে ডেকেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়ের ওপর হস্তক্ষেপ করায় তিন দিনের মাথায় ৬৫ ঘণ্টা পর লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথ অবরোধমুক্ত করা হয়েছে।

শিলচর-লামডিং পাহাড় লাইনে ব্রডগেজ সম্প্রসারণের কাজ করতে গিয়ে নিউহাফলং থেকে নিউহারাঙ্গাজাও পর্যন্ত প্রায় ৫০টি গ্রামের ৫০০ পরিবারের কৃষিজমি ও বসতবাড়ি নষ্ট হয়েছে। এরই প্রেক্ষিতে দীর্ঘদিন থেকে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিল এনসি হিলস্ ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম। কিন্তু উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়ে ক্ষতিপূরণের দাবিতে এনসি হিলস্ ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম ও ইন্ডিজেনাস উইমেন ফোরাম গত ৭ মার্চ থেকে পাহাড় লাইনে রেল অবরোধের ডাক দিলে গত তিনদিন থেকে পাহাড় লাইনে রেল পরিষেবা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এমন-কি রেল অবরোধের জেরে বরাক উপত্যকা-সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরামের রেলযাত্রীরা প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়েন।

শুক্রবার উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিআরএম রামবাহাদুর রাই ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভমকে রেল অবরোধ প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়ে পত্র মারফত আগামী ১১ মার্চ বিকেল সাড়ে তিনটে নাগাদ উত্তর পূর্ব সীমান্ত রেলের সদর দফতর মালিগাঁওয়ে নির্মাণ শাখার জেনারেল ম্যানেজারের সঙ্গে ক্ষতিপূরণ ইস্যু নিয়ে বৈঠকে বসার আমন্ত্রণ জানান। ডেভিড কেভম বৈঠকে বসতে রাজি হননি বরং তাঁদের অনির্দিষ্টকালের রেল অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। এই অবস্থায় সমস্যা বেড়েই চলছিল।

অবশেষে শনিবার দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের পক্ষ থেকে ক্ষতিপূরণ ইস্যু নিয়ে সোমবার বেলা ২-টায় গুয়াহাটির জনতা ভবনে বৈঠকে বসার আমন্ত্রন পেয়ে ৬৫ ঘণ্টা পর দুপুর দেড়টা নাগাদ ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ও ইন্ডিজেনাস উইমেন ফোরাম পাহাড় লাইনে তাদের অনির্দিষ্টকালের রেল অবরোধ প্রত্যাহার করে নেয়।

ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম বলেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের আমন্ত্রণকে সন্মান জানিয়ে তাঁরা তাঁদের রেল অবরোধ প্রত্যাহার করেছেন। ডেভিড বলেন, আগামী সোমবার দুপুর দুটোয় দিশপুরে জনতা ভবনে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে উত্তরপূর্ব সীমান্ত রেল, ডিমা হাসাও জেলা প্রশাসন এবং ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের প্রতিনিধিদের উপস্থিতিতে ক্ষতিপূরণ ইস্যু নিয়ে যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে উত্তরপূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার, রাজ্য পুলিশের দক্ষিণ আসাম রেঞ্জের ডিআইজি প্রশান্তকুমার দত্ত, ডিমা হাসাওয়ের জেলাশাসক অমিতাভ রাজখোয়া, পুলিশ সুপার শ্রীজিৎ টি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের মধ্যস্থতায় ক্ষতিপূরণ ইস্যু নিয়ে সোমবারের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করেন ডেভিড কেভম। তবে কোনও কারণবশত যদি ওই বৈঠকের পরও উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দিতে পদক্ষেপ গ্রহণ না করে তা-হলে এনসি হিলস্ ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম আবারও পাহাড় লাইনে রেল অবরোধ গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন ডেভিড।

এদিকে শনিবার দুপুর দেড়টা নাগাদ ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ও ইন্ডিজেনাস উইমেন ফোরাম পাহাড় লাইনে অনির্দিষ্টকালীন রেল অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পরই লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল পুনরায় সচল হয়ে উঠে। অন্যদিকে রেল অবরোধ প্রত্যাহার হওয়ার খবরে বরাক উপত্যকা-সহ ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের রেলযাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।