ফের রহস্যজনকভাবে রাজ্যের লরি চালক খুন বহিঃরাজ্যে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ জুলাই ৷৷ আবারো রাজ্যের লরিচালক খুন বহিঃরাজ্যে৷ এই নিয়ে দুমাসের মধ্যে দুটি খুনের ঘটনা ঘটে আসামে৷ গতকাল রাজ্যের ধলাই জেলার মনু থানাধীন নাইমংছড়া গ্রামের বাসিন্দা রামচন্দ্র রুদ্রপালকে আসামের করিমগঞ্জ এলাকায় মৃত অবস্থায় পুলিশ উদ্ধার করে৷ ঘটনার বিবরনে পুলিশ জানায়, গত কয়েক দিন পূর্বে এএস০১-জিসি-৪৩৫৭ নম্বরের বারো চাকা বিশিষ্ট লরি নিয়ে আসাম যায় রামচন্দ্র রোজির আশায়৷ আর জীবন দিয়ে বাড়ি ফেরা হয়নি৷ অজ্ঞাত দুসৃকতিকারীরা তার প্রাণ কেড়ে ধরালো অস্ত্রদিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়৷ তবে কে বা কাহারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা অবশ্য পুলিশ এখনো ধরতে পারেনি৷ গত পরশু তার স্ত্রীর সঙ্গে শেষ বারের মতো ফোনে কথা হয়৷ তখন সে করিমগঞ্জ থানাধীন কাটুয়া এলাকায় ছিল বলে জানান স্ত্রী৷ তার পর থেকে আর যোগাযোগ বিচ্ছিন্ন হয় স্বামী রামচন্দ্রের সঙ্গে৷ তখন সঙ্গে সঙ্গে বাড়ীর লোকজন মনু থানায় নিখোঁজ ডায়েরি করেন৷ তারপর মনু থানা রাজ্যের সবকয়টি থানা সহ আসামের ও বেশ কয়েকটি থানায় নিখোঁজ সংবাদ জানিয়ে দেয়৷ তারপরই চারিদিকে খোঁজাখোঁজি শুরু হয়৷ অবশেষে গতকাল করিমগঞ্জ এলাকাতেই তার মৃতদেহ পাওয়া যায়৷ আর তার লরিটি দেখতে পেয়ে অন্য চালক সেখান থেকে লরিটিকে ত্রিপুরা চুরাইবাড়ি গেইটে নিয়ে আসে চালিয়ে৷ গতকাল রাত লরিটি দেখতে পেয়ে চুরাইবাড়ি থানায় খবর দেওয়া হয়৷ সঙ্গে সঙ্গে রাত মহকুমা পুলিশ আধিকারিক সহ চুরাইবাড়ি থানায় পুলিশ এবং আসাম থানার ইনচার্জ সুপ্রিয় ভট্টাচার্য্য এসে লরিটি আসাম থানায় নিয়ে যান৷ এবং চালককেও করিমগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে করিমগঞ্জ থানা সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে চলছে৷ জল অনেক দূর গড়াবে তা এক প্রকার নিশ্চিত৷