সম্বলপুর (ওডিশা), ১ ডিসেম্বর (হি.স.): ওডিশার সম্বলপুর জেলায় যাত্রীবোঝাই ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৩ জনের| দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫ জন| আহতদের তড়িঘড়ি বুরলার বীর সুরেন্দ্র সাই ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এণ্ড রিসার্চ (ভিআইএমএসএআর) হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সম্বলপুর জেলায় ৫৩ নম্বর জাতীয় সড়কের কাছে ধানুপালি এলাকায়| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
ধানুপালি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইন-চার্জ তোফান বাগ জানিয়েছেন, শুক্রবার সকালে পাদিয়াবাহাল থেকে হিরাকুদ অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি ভ্যান| ৫৩ নম্বর জাতীয় সড়কের কাছে ধানুপালি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন| গুরুতর আহত অবস্থায় ৫ জনকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়| শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বুরলার বীর সুরেন্দ্র সাই ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এণ্ড রিসার্চ (ভিআইএমএসএআর) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
2017-12-01