নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৬ নভেম্বর৷৷ লাঠি দিয়ে পেছন দিকে আঘাত করে এবং কিল ঘুষি দিয়ে এক অসহায় লোককে খুন করে কমলাসাগর
মাতাবাড়ী লোকনাথ হোটেলের মালিক পরিমল নমঃ শেষ পর্যন্ত মধুপুর থানায় পুলিশ পরিমল নমকে হেস্তায় করে রবিবার সকাল বেলা মহকুমা আদালতে সোপান করে৷ মামলায় ৩০৪/আই পিসি ধারায়৷ তার নাম স্বপন দেবনাথ বাড়ী কমলাসাগরের ছবিবশকতি এলাকায় বয়স (৪২)৷ ঘটনায় বিবরনে জানা যায় লোকনাথ হোটেলের মালিক পরিমল নম দোকানে দীর্ঘদিন ধরেই দ্বীনযুগের কাজ করে যাচ্ছে স্বপন দেবনাথ৷ প্রত্যেক দিনের মতো শনিবার কাজের শেষে টাকা চাইতে আসলে তাকে মারধোর করে তাতে তার মুখ দিয়ে রক্ত ঝরতে থাকলে পরবর্তী সময়ে হাসপাতালের উদ্দেশ্যে আনলে রাস্তায় মৃত্যু হয়৷ পরে মামলা করলে তাকে গ্রেপ্তার করে৷
2017-11-27
