তেজপুর, ২২ নভেম্বর, (হি.স.) : অসমের শোণিতপুর জেলার অন্তর্গত ওরাং জাতীয় উদ্যানে বাঘের অঙ্গপ্রত্যঙ্গ বাড়িতে মজুত এবং সেগুলি বিক্রির চেষ্টা করার অভিযোগে জড়িত এক চোরাশিকারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে ছায়ারাম মুশাহারি বলে পরিচয় পাওয়া গেছে। ছায়ারামের বাড়ি শোণিতপুর জেলার অধীন ঢেকিয়াজুলির ডুমডুমায় বলে জানিয়েছে পুলিশ।
খবরে প্রকাশ, গত কিছুদিন আগে ওরাং জাতীয় উদ্যানে একটি বাঘ নিধন করা হয়েছিল। বাঘ নিধনকারীকে ধরতে ব্যাপক অভিযান চালানো হলেও সফল হচ্ছিল না পুলিশ বা বন বিভাগ। অবশেষে মঙ্গলবার সন্ধ্যার দিকে নির্দিষ্ট তথ্যেরভিত্তিতে ছায়ারামকে আটক করে তার বাড়িতে হানা দিয়ে তালাশি চালানো হয়। সেখানে উদ্ধার হয়েছে বাঘের তাজা চামড়া, হাড়, নখ ইত্যাদি নানা অঙ্গপ্রত্যঙ্গ।
পুলিশের কাছে প্রাপ্ত খবরে প্রকাশ, যে হাড় পাওয়া গেছে তার ওজন ১০.৫ কেজি। বাঘের মূল চোরাশিকারি রুফুল হুসেন নমের এক দুষ্কৃতী। সে এগুলি ৩.৫০ লক্ষ টাকায় বিক্ৰি করার চুক্তি করেছিল খদ্দেরের সঙ্গে। সে অনুসারে সামগ্রীগুলি ছায়ারামের বাড়িতে মজুত রেখেছিল রুফুল।
এদিকে চোরশিকারি রুফুল হুসেনকে খোঁজে পাওয়া যাচ্ছে না। পলাতক। তাকে গ্রেফতার করতে সম্ভাব্য স্থানে তালিশি অভিযান শুরু করেছেন পুলিশ ও বন বিভাগ।
2017-11-22