শিলিগুড়ি, ২০ নভেম্বর (হি.স) : প্র্য়াত হলেন প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি। সোমবার দুপুর সোয়া ১২টা নাগাদ দিল্লির একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। উল্লেখ্য, ২০০৮ সালের ১০ অক্টোবর স্ট্রোকে আক্রান্ত হয়ে কোমায় চলে গিয়েছিলেন প্রাক্তণ এই কেন্দ্রীয় মন্ত্রী। এরপর থেকে টানা ৯ বছর দিল্লির এই বেসরকারি নার্সিংহোমে তিনি চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন ধরে ফুঁসফুসের সংক্রমণে তিনি ভুগছিলেন। তাঁকে কেবিন থেকে আইসিইউ–তে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। এদিন তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় স্ত্রী দীপা দাশমুন্সি তাঁর পাশেই ছিলেন। প্রিয়রঞ্জন দাশমুন্সি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্বভার সামলেছেন বহুদিন। প্রিয়রঞ্জন দাশমুন্সির ভাই অসীম দাশমুন্সি জানান, দাদা আর বেঁচে নেই। রায়গঞ্জের মানুষের জন্য অনেক করেছেন। মানুষও তাঁকে প্রাণভোরে ভালোবাসেন। এটাই তাঁর প্রাপ্তি। দাদা রায়গঞ্জের মানুষের হৃদয়ে থাকবে। এদিকে, দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারও প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বলেছেন, এই ধরণের নেতারা আগামী প্রজন্মকে রাজনীতিতে আসার উৎসাহ জোগায়। এদিকে, প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দলের শীর্ষনেতারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন সরকারি অফিসগুলিতে অর্ধদিবসের ঘোষণা করেছেন। এদিনই দিল্লিতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়। রাতের বিমানে কলকাতায় নিয়ে আসার কথা রয়েছে তাঁকে। মঙ্গলবার কলকাতা্য প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে নিয়ে আনা হবে কেন্দ্রীয়মন্ত্রীর দেহ। পরে সেখান থেকে রায়গঞ্জে নিয়ে আসা হবে। জানা গেছে, রায়গঞ্জেই শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তণ কেন্দ্রীয়মন্ত্রীর।
2017-11-20