লন্ডন, ১৮ নভেম্বর (হি.স.): ব্রিটেনের মাঝ আকাশে একটি কপ্টার ও প্লেনের মুখোমুখি সংঘর্ষ৷ ধুন্ধুমার কাণ্ডটির ঘটনাস্থল বাকিংহ্যামশায়ার৷ প্রাথমিকভাবে তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে৷ একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে৷ এমনই জানাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম৷ দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে থেমস ভ্যালির ওয়াডেসডন গ্রামের কাছে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জরুরি সেবা ডাকা হয়েছে। আকাশে দুর্ঘটনা তদন্তকারী টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ বাকিংহ্যামশায়ারের ওয়াডেসডন ম্যানোরের কাছে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল৷ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি যদি কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায় সেটিও সন্ধান চালানো হচ্ছে৷ নামানো হয়েছে ড্রোন৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ৷
2017-11-18