নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ দেশদ্রোহি মন্তব্য করার অভিযোগে গত ১১ই নভেম্বর প্রাক্তন এটিটিএফ-এর সুপ্রিমো রণজীৎ দেববর্মাকে গ্রেফতার করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ২ দফায় খোয়াইয়ের এসডিজেএম আদালতের বিচারক রুমাংশু শেখর ভট্টাচার্য এটিটিএফ সুপ্রিমো রণজীৎ দেববর্মাকে পুলিশ রিমান্ড দিয়েছিল৷ আজ দুপুরে এটিটিএফ সুপ্রিমো রণজীৎ দেববর্মাকে খোয়াইয়ের এসডিজেএম আদালতে পুনরায় তোলা হলে এসডিজেএম আদালতের বিচারক রুমাংশু শেখর ভট্টাচার্য তাকে আগামি ৩০ নভেম্বর অর্থাৎ চৌদ্দ দিনের জেল হাজতে পাঠান৷ এই মামলার তদন্তকারি অফিসার তদন্তের স্বার্থে জেল হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে৷ এদিকে রণজীৎ দেববর্মাকে আদালত থেকে বের করে নিয়ে যাবার সময় তিনি সাংবাদিকদের জানান যে তিন দিনের পুলিশ রিমান্ডে তাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি৷ শুধু থানায় বসিয়ে রাখা হয়েছে৷ প্রসঙ্গত, সম্প্রতি রণজিৎ দেববর্মা দুস্কিতে একটি সভায় দেশ বিরোধী মন্তব্য করেছেন বলে তার বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছিল৷ সেই প্রেক্ষিতে পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ৷
2017-11-18