নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ মেয়ের বাড়ি যাবার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর জখম বাবা৷ দূর্ঘটনাটি ঘটেছে কল্যাণপুর থানা এলাকার আমতলী গ্রামের খোয়াই তেলিয়ামুড়া সড়কে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে দ্বারিকাপুর থেকে কল্যাণপুর মেয়ের বাড়ি যাওয়ার সময় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷ স্থানীয়দের অভিযোগ, আমতলী গ্রামের যাবার জন্য মাঝখানের বক্স কালভাট নির্মাণের কাজ অর্ধসমাপ্ত হয়ে থাকার চলতে নিত্যদিন সড়ক দূর্ঘটনা হচ্ছে৷ রাতের অন্ধকারে বাক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর জখম ব্যক্তিকে দমকল কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন৷ অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকরা জি বি হাসপাতালে রেফার করেছে৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক৷
2017-11-13