প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা এড়াতে উপগ্রহ নির্ভর ব্যবস্থা চালু করা হচ্ছে

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে উত্তরোত্তর বাড়ছে দুর্ঘটনা। এর জেরে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল। প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা কমাতে সতর্ক করা হবে পথচারীদের। এজন্য উপগ্রহ নির্ভর এক ব্যবস্থার মাধ্যমে পথচারীদের সতর্ক করা হবে।
রেল সূত্রের খবর, বর্তমানে দেশের ১০ হাজার ট্রেনে ইসরোর তৈরি একটি চিপ বসানোর কাজ চলছে। কোনও প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ের ৫০০ মিটারের ভিতর ট্রেন চলে এলে এই চিপ থেকে সিগন্যাল যাবে সংশ্লিষ্ট লেভেল-ক্রসিংয়ের কন্ট্রোলরুমে। সিগন্যাল পাওয়ার পরই একটি হুটার বাজতে শুরু করবে ওই লেভেল-ক্রসিংয়ে। ট্রেন যত এগিয়ে আসবে, হুটারের আওয়াজ তত বাড়বে। ট্রেন ওই লেভেল-ক্রসিং ছেড়ে পেরিয়ে যাওয়ার পর হুটার থেমে যাবে।
এই হুটারের আওয়াজ শুনেই লেভেল-ক্রসিং ও ট্রেনের আগমন সম্বন্ধে সতর্ক হতে পারবেন পথচারী ও ট্রেনচালকরা। পাশাপাশি এইসঙ্গে উপগ্রহ ভিত্তিক এই ব্যবস্থায় কোনও ট্রেন সেই মুহূর্তে কোথায় আছে, জানা যাবে তাও।
রেল সূত্রে খবর, ভারতে প্রায় ৭২৫৪টি প্রহরীবিহীন লেভেল-ক্রসিং রয়েছে। প্রাথমিকভাবে দিল্লি-গুয়াহাটি রুটে চালু হবে এই ব্যবস্থা। পরবর্তী সময়ে দেশের অন্য রেলগেটেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *