BRAKING NEWS

পাকিস্তানি নৌবাহিনীর হাতে ধৃত ৫৫ ভারতীয় মৎস্যজীবী

ইসলামাবাদ, ১২ নভেম্বর (হি.স.) : পাকিস্তনের নৌসেনা হাতে ধৃত ৫৫ জন ভারতীয় মৎস্যজীবী। সূত্রের খবর অনুযায়ী আরব সাগরে মাছ ধরতে গিয়ে ভুলবসত আন্তর্জাতিক জলসীমা পার করে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে। সেখানে টহলরত পাকিস্তানি নৌবাহিনীর হাতে ট্রলারসহ ৫৫ জন ভারতীয় মৎস্যজীবী ধরা পড়ে। পাকিস্তানি নৌসেনার দাবি অবৈধ ভাবে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়ার কারণে তাদের আটক করা হয়েছে।
অন্যদিকে, ৫৫ জন ভারতীয় মৎস্যজীবীকে পাকিস্তান নৌবাহিনী উপকূলরক্ষীবাহিনীর হাতে তুলে দেয়। এরপর ওই ৫৫ জনমৎস্যজীবীকে পাকিস্তানি ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করে।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার পাকিস্তান জলসীমা পেরিয়ে বহু ভারতীয় মৎস্যজীবী পাকিস্তানি নৌসেনার হাতে ধরা পড়েন। একই ভাবে বহু পাকিস্তানি মৎস্যজীবী জলসীমা পেরিয়ে ভারতীয় উপকূলরক্ষীবাহিনীর হাতে ধরা পড়েন। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *