শ্রীনগর, ৬ নভেম্বর (হি.স.): সেন্ট্রাল কাশ্মীরের গান্ডেরবাল জেলায় লস্কর-ই-তৈবা জঙ্গিদের দু’টি গোপন ডেরার হদিশ পেল নিরাপত্তা বাহিনী| তবে জঙ্গিদের কাউকেই গ্রেফতার করতে পারেনি নিরাপত্তা বাহিনী| লস্কর-ই-তৈবার গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে তিনটি চাইনিজ হ্যান্ড গ্রেনেড, একটি ইউবিজিএল নিক্ষেপকারী, ইউবিজিএল-এর ১৯টি শেল, ৫১ এমএম মর্টার শেল এবং একে ৪৭ রাইফেলের একটি ম্যাগাজিন|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় গান্ডেরবাল জেলার নাজবান জঙ্গলে লস্কর-ই-তৈবা জঙ্গিদের গোপন ডেরা রয়েছে| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চালিয়ে লস্কর-ই-তৈবা জঙ্গিদের দু’টি গোপন ডেরার হদিশ মিলেছে| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক ও একটি ৫১ মর্টার শেল| এছাড়াও গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে কিছু কম্বল এবং খাদ্যসামগ্রী| তবে, জঙ্গিদের কাউকেই গ্রেফতার করতে পারেনি নিরাপত্তা বাহিনী| বাহিনীর অভিযানের আগেই জঙ্গিরা পালিয়ে যায়|
2017-11-06