মথুরা, ৪ নভেম্বর (হি.স.): মথুরা স্টেশনে বিজেপি নেত্রী হেমা মালিনীকে সম্প্রতি ষাঁড়ে তাড়া করে। এই ঘটনার জেরে বরখাস্ত করা হয়েছে মথুরা জংশন স্টেশনের ম্যানেজারকে। নর্থ সেন্ট্রাল রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সঞ্চিত ত্যাগী জানিয়েছেন, বরখাস্ত করা হয়েছে স্টেশন ম্যানেজার কে এল মীনাকে। স্টেশন চত্বরে গবাদি পশুর দৌরাত্ম্য বেড়েছে বেশ কিছুদিন ধরে। বিজেপি সাংসদ হেমা মালিনী সম্প্রতি মথুরায় কাজে গেলে একটি ষাঁড় তাকে তাড়া করে। কোনওক্রমে রক্ষা পান তিনি। এরপরেই রেল কর্তৃপক্ষ মথুরার স্টেশন ম্যানেজারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। রেল সূত্রের খবর, বরখাস্ত কে এল মীনার স্থলাভিষিক্ত করা হয়েছে পি এল মীনাকে।
2017-11-04