পিটার্সবার্গ, ১৫ অক্টোবর (হি.স.) : লা-লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে আটকে গেল বার্সিলোনা। খেলার ফলাফল ১-১। ঘরের মাঠে ২১ মিনিটে সাউলের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। প্রথমার্ধে ১ গোলেই এগিয়ে ছিল তারা। ৩ পয়েন্ট যখন নিশ্চিত, তখনই গোল হজম করে অ্যাটলেটিকো। খেলা শেষের ৮ মিনিট আগে সমতা ফেরান লুইস সুয়ারেজ।
অন্যদিকে বার্সিলোনা আটকে গেলেও জয় পেয়েছে রিয়েল মাদ্রিদ। তারা ২-১ হারিয়েছে গেটাফেকে। ৩৯ মিনিটে করিম বেঞ্জেমার গোলে এগিয়ে যায় রিয়েল। ৫৬ মিনিটে গেটাফে সমতায় ফেরে জর্জ মোলিনার গোলে। খেলা শেষের ৫ মিনিট আগে জয়সূচক গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিভারপুল ম্যাচ গোলশূন্য শেষ হয়। ক্রিস্টাল প্যালেস ২-১ হারিয়ে দিয়েছে চেলসিকে। হেরেছে আর্সেনালও। ওয়াটফোর্ড ২-১ ব্যবধানে হারায় আর্সেন ওয়েঙ্গারের দলকে। তবে ম্যাঞ্চেস্টার সিটি বড় জয় পেয়েছে। তারা ৭-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্টোক সিটিকে। জোড়া গোল করেন গ্যাব্রিয়েল জেসাস। একটি করে গোল পেয়েছেন রহিম স্টার্লিং, ডেভিড সিলভা, ফার্দিনান্দ, সানে ও বার্নার্ডো সিলভা।