BRAKING NEWS

আব্দুল কালামের ৮৬তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): এপিজে আব্দুল কালামের ৮৬তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার টুইট করে তিনি বলেন, “আমাদের প্রিয় প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে আজ তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। তাঁর মহান ব্যক্তিত্ব লাখ লাখ মানুষের প্রেরণা। এদিন রাষ্ট্রপতি ভাবনে পালন করা হবে এপিজে আবদুল কালামের ৮৬ তম জন্মবার্ষিকী। সেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেখা করবেন কালামের পরিবারের লোকজনের সঙ্গে। উল্লেখ্য, ১৫ অক্টোবর, ১৯৩১ সাল। তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মেছিলেন আবুল পাকির জয়নুল আবদিন আবদুল কালাম। দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন থেকে পদ্মভূষণ, পদ্মবিভূষণ সবই ছিল তাঁর ঝুলিতে। ২০০২-এ তিনি ভারতের ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি থেকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, পরিচয় তাঁর অনেক। তবে যে পরিচয়ে তিনি বরাবর মানুষের কাছের তা হল একজন শিক্ষক। সারাজীবনে যখন যেখানে সুযোগ পেয়েছেন, মানুষকে কিছু না কিছু শিখিয়ে গিয়েছেন। শিক্ষক আবদুল কালাম সবসময় দেশবাসীর প্রেরণা। প্রধানমন্ত্রীর পাশাপাশি আবদুল কালামকে জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটে লেখেন, “কালমজি আমরা আপনাকে মিস করব।” জন্মবার্ষিকীতে কালামকে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *