BRAKING NEWS

অর্থনৈতিক সংস্কার নিয়ে ভারতের পদক্ষেপের প্রশংসা করছে গোটা বিশ্ব, দাবি অরুন জেটলির

ওয়াশিংটন, ১৫ অক্টোবর (হি.স.): অর্থনৈতিক সংস্কার নিয়ে ভারতের পদক্ষেপের প্রশংসা করছে গোটা বিশ্ব৷ দাবি অর্থ মন্ত্রী অরুন জেটলির| তিনি এখন ওয়াশিংটনে রয়েছেন৷ সেখানে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিকসভায় যোগ দিতে গিয়েছেন৷ সেখানেই সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অরুণ জেটলি৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, ভারতে কালো টাকার ব্যবহার করে আলাদা অর্থনীতি চালু হয়ে গিয়েছিল৷ যেটাকে শেষ করা জরুরি ছিল৷ সেই কারণেই বিমুদ্রাকরণ করা হয়৷ ভারতের এই কালো অর্থনীতিকে শেষ করতে কংগ্রেসের কোনও আগ্রহ ছিল না বলেও তিনি অভিযোগ করেছেন৷ তাঁর দাবি, সেই কারণেই চিন্তায় পড়ে গিয়েছেন কংগ্রেস নেতারা৷ আর চিন্তা স্বাভাবিক বলেও তিনি কটাক্ষ করেছেন৷ জিএসটি নিয়েও কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছেন জেটলি৷ বলেছেন, ‘‘সরকারে থাকার সময় কংগ্রেসই জিএসটি চালু করার উদ্যোগ নিয়েছিল৷ অথচ এখন তারা নিজেদের অবস্থান বদল করে ফেলেছে৷’’ এদিকে কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারগুলি জিএসটির সমর্থন করছে বলেও তিনি দাবি করেন৷ এই প্রসঙ্গে কংগ্রেসকে তিনি সুবিধাবাদী দল বলেও কটাক্ষ করেছেন৷ তাঁর দাবি, সুবিধাবাদী বলেই কংগ্রেস এক দেশ, এক কর নীতিকে সমর্থন করছে না৷ সেই কারণে কংগ্রেসের সমালোচনা করার কোনও অধিকার নেই বলে তিনি দাবি করেছেন৷ ভারতের অর্থনৈতিক সংস্কার নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের বিশেষজ্ঞদের এই ধরনের প্রশংসাসূচক মন্তব্য দেশের আত্ম-বিশ্বাস বাড়ায়৷কারণ, গত তিন বছরে বিশ্বের অধিকাংশ দেশ আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে৷ কিন্তু সেই পরিস্থিতিতেও ভারত অনেক ভাল জায়গায় রয়েছে৷আর সেই সুযোগ নিয়েই নোটবাতিল করা বা জিএসটি চালুর মতো অর্থনৈতিক সংস্কার করা সহজ হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন৷ জেটলির কথায়, এর জন্য সাহসের প্রয়োজন৷ আর তা তাঁরা দেখাতে পেরেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *