রাজ্যে অশান্তি ও রক্ত ঝরাতে বিজেপি টাকা ঢালছে, রক্তদান শিবিরে বিস্ফোরণ, সাংবাদিক শান্তনু খুনের দায় একাংশ সম্পাদক, মালিক ও সাংবাদিকদের উপর চাপালেন সিপিএম সাংসদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের দায় একাংশ সাংবাদিকদের উপরই

বৃহস্পতিবার আগরতলায় ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত৷ নিজস্ব ছবি৷

চাপিয়েছেন সিপিআইএম সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত৷ শান্তনু যে বামপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ তাও উল্লেখ করেন তিনি৷ রাজ্যের একাংশ সাংবাদিকরা যে বিজেপির টাকায় শান্তনু খুনের সিবিআই তদন্তের দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সে অভিযোগও প্রকাশ্যে তুলে আনেন সাংসদ শ্রীদত্ত৷ বৃহস্পতিবার আগরতলা মেলারমাঠে ছাত্র যুব ভবনে শান্তনু খুনের জন্য সরাসরি একাংশ সাংবাদ মাধ্যমের মালিক, সম্পাদক ও সাংবাদিকদের দায়ি করে সিপিএম সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের এই বিস্ফোরক অভিযোগ নিয়ে সংবাদ মহলেও জোর প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷

এদিন, তিনি রাজ্যে সাংবাদিকরা রক্ত নিয়ে খেলায় মেতেছেন বলে কড়া ভাষায় আক্রমণ করেন৷  সাংবাদিকদের ১১টি সংগঠন সাংবাদিক হত্যায় সিবিআই তদন্তের আন্দোলন বিজেপির টাকায় করছেন বলেও এদিন সুর চড়ালেন সাংসদ শ্রীদত্ত৷

[vsw id=”KPry8FsYURA” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিন রক্তদান শিবিরে শ্রীদত্ত বলেন, সাংবাদিকদের আন্দোলন, রক্ত ঝরিয়ে বিজেপিকে মাইলেজ দেওয়ার চেষ্টা হচ্ছে৷ তাঁর অভিযোগ, রক্ত ঝরানোর সেই কালো দিন ফিরিয়ে আনতে সাংবাদিকদের এক বৃহত্তর অংশ সাম্প্রদায়িক শক্তির ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে৷ রক্তের রাজনীতি হচ্ছে শান্তনুকে নিয়ে৷ তাঁর আরও অভিযোগ, রাজ্যের বেশ কিছু খবরের কাগজ এবং টিভি চ্যানেল শান্তনু হত্যাকে নিয়ে বিজেপির টাকায় আন্দোলন ও মোমবাতি জ্বালাচ্ছেন৷ অশান্তি পাকিয়ে নিরপেক্ষ সাংবাদিকতা থেকে সরে গিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কাজ চালাচ্ছেন তাঁরা৷ মানুষ বিপথগামী হচ্ছেন৷ সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, রাজ্য সরকার সিট গঠন করে খুনের রহস্য উন্মোচনে ব্যবস্থা নিয়েছে৷ কিন্তু, টাকায় প্রভাবিত হয়ে একাংশ সাংবাদিকরা সহকর্মীর মৃত্যুকে নিয়ে বামফ্রন্ট সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন৷ অশান্তির আবহ পাকাতে বেশ কয়েকটি খবরের কাগজের মালিককে কারা গোপনে টাকা বিলাচ্ছে, কারোর তা অজানা নয় বলে কটাক্ষ করেন তিনি৷ শান্তনু খুন নিয়ে সিবিআই ইস্যুতে সরকারের অনীহা সরাসরি প্রকাশ করলেন তিনি৷ বামপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ তরুণ সাংবাদিক খুন করানোর কান্ডারি প্রকারান্তরে রাজ্যের সাংবাদিকরাই৷ শান্তনুকে হত্যার পর আইপিএফটি এনসি গোষ্ঠিকে সিবিআই দাবিতে আন্দোলনে নামিয়ে দিয়ে পাহাড়ী বাঙালী অবিশ্বাসের বীজ বপনকারী হিসেবে বিজেপিকে চিহ্ণিত করেছেন শ্রীদত্ত৷ তিনি বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এখন রাজ্যে বিজেপি’র টাকায় বামপন্থীদের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছে৷ এরাজ্যের সচেতন জনগণ মোক্ষম জবাব দেবে ভোটের বাক্সে, দাবি করেন তিনি৷