নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.) : তালিবান জঙ্গিদের কবল থেকে পাঁচ বিদেশি পণবন্দিকে উদ্ধার করল পাক সেনা। জানা গিয়েছে, পাঁচ বছর আগে তাঁরা অপহৃত হয়েছিলেন। নিরাপত্তার খাতিরে এঁদের নাম ও পরিচয় জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, উদ্ধার করা পণবন্দিরা হলেন মার্কিন নাগরিক জোসুয়া বয়েল ও কেটল্যান কোলম্যান। অপহরণের সময় কোলম্যান সন্তানসম্ভবা ছিলেন। তিনি তিনটি সন্তানের জন্ম দেয়। এঁদের তালিবান অপহরণ করেছিল। জোসুয়া ও কেটল্যানের কানাডার নাগরিকত্বও আছে। বৃহস্পতিবার গভীর রাতে এঁদের জঙ্গিরা এক ঘাঁটি থেকে আর এক ঘাঁটিতে সরাচ্ছিল। সেই খবর পৌঁছায় মার্কিন গোয়েন্দাদের কাছে। তাঁরা বিষয়টি পাক সেনা আধিকারিকদের জানানো পর পথে অভিযান করে পণবন্দিদের উদ্ধার করা হয়। তাঁরা নিরাপদে আছেন। এমনকি পাল্টা বিপদের আশঙ্কায় তাঁদের দেশেও ফেরত পাঠানো হয়েছে। পাক সেনার তরফে বলা হয়েছে, সঠিক সময় সঠিক তথ্য পাওয়ার কারণেই এই অভিযান সফল হয়েছে। অভিযানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
2017-10-13