প্রার্থীপদ নিয়ে দলীয় অনুশাসন ভাঙলে ব্যবস্থা নেবে কংগ্রেস হাইকমান্ড ঃ ভূপেন বোরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ আগামী নির্বাচনে প্রার্থীপদ নিয়ে দলীয় অনুশাসন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া বার্তা দিয়ে গেলে এআইসিসি সম্পাদক তথা ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন বোরা৷ পাশাপাশি সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও স্বৈরাচারী বামফ্রন্ট হটাও শ্লোগান তুলে প্রদেশ নেতৃত্বদের টনিক দিলেন তিনি৷ বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহাকে পাশে বসিয়ে একপ্রস্থ আলোচনা সারলেন বোরা৷ রাজ্যে কংগ্রেসের পুরনো শক্তি ফিরিয়ে আনতে জোট সঙ্গী হিসেবে মমতা ব্রিগেডকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে দল৷ প্রদেশ নেতৃত্বকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বোরা৷ চার ঘন্টার ম্যারাথন বৈঠকে জোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ আঞ্চলিক দল হিসেবে পাহাড়ে এনসিটি, আইপিএফটি রাজেশ্বর গোষ্ঠির নেতাদের সঙ্গে আসন ভাগ বন্টন নিয়ে অক্টোবরেই যাবতীয় কাজ শেষ করে নেওয়ার নির্দেশ দিয়েছে ত্রিপুরার পর্যবেক্ষক৷ প্রার্থীর প্রাথমিক খসড়ার উপর সমস্ত জেলার জেলা সভাপতিদের মতামত বিস্তারিত শুনে অতীতের টিকিট বন্টনে ঝামেলা এড়ানোর জন্য তিনি কড়া বার্তা দিয়েছেন প্রদেশ সভাপতিকে৷ বিধানসভা ভোট প্রচারে প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং বাম ও বিজেপি বিরোধী আন্দোলনে অক্সিজেন যোগাতে ডিসেম্বরের মধ্যে রাহুল গান্ধীর নির্বাচনী প্রচারে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি৷ জোট সঙ্গীদের আসন বন্টনে কংগ্রেস হাইকমান্ড রাজ্যের রিপোর্টের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বোরা৷ তাঁর বক্তব্য, দলীয় অনুশাসন ভঙ্গকারীদের বিরুদ্ধে এবারের নির্বাচনে হাইকমান্ড কড়া নজরদারী করবে৷  ত্রিপুরাবাসীকে বাম অপশাসন মুক্ত করতে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বরা সকল ধরনের সাহায্য সহযোগীতা করবেন বলে জানিয়েছেন তিনি৷ নির্বাচনে কংগ্রেস কর্মীর রক্ত ঝড়লে হাইকমান্ড কঠোরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবিলা করবে বলে হুশিয়ারী দিয়েছেন তিনি৷