শ্রীনগর, ৭ অক্টোবর (হি.স.) : নজিরবিহীন ভাবে একই দিনে দুইবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবার ভোরে রাজ্যের পুঞ্জ জেলার দিগওয়ার সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলা বর্ষণ করেছিল পাকিস্তান। সেদিনই গভীর রাতে রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে গুলি এবং মার্টর শেলিং করে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। হতাহতের কোন খবর নেই।
উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে ২০১৬ সালে যেখানে ২২৮ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান, সেখানে চলতি বছরের ৫ অক্টোবর পর্যন্ত ৫০৩ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।
2017-10-07