BRAKING NEWS

নির্বাচনের আগে দুদিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গান্ধীনগর, ৭ অক্টোবর (হি.স.) : এবছরের শেষেই হবে গুজরাট নিবার্চন৷ তার আগে অাজ শনিবার অারও একবার গুজরাট পাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর এই সফরে রাজ্যে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে৷ অাগামীকাল রবিবার পর্যন্ত তিনি সেখানে থাকবেন বলে প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে৷
জানা গিয়েছে, তাঁর এই গুজরাট সফরে অাজ শনিবার ও অাগামীকাল রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ঠাসা কর্মসূচিতে বাধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন সকালে গুজরাটের দ্বারকাদেশ মন্দির থেকে যাত্রা শুরু করবেন৷ সেখানে একটি ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি৷ সেখানেই একাধিক রাস্তা নির্মাণ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী৷ এরপর এক সমাবেশে বক্তব্য রাখার পর চৌতিলার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷
চৌতিলাতে একাধিক জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করে সুরেন্দ্ররনগর পাড়ি দেবেন৷ সেখানে জোরাবর্নাগর ও রত্নপুর এলাকায় পানীয় জলের সরবরাহ লাইন ও স্বয়ংক্রিয় দুগ্ধ প্রক্রিয়া প্রকল্পের সূচনা করবেন নরেন্দ্র মোদী৷ ওইদিন আরেক গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান (পিএমজিডিআইএসএইচএ)-র সূচনা করতে গান্ধীনগর যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই প্রকল্পের উদ্দেশ্য ডিজিটিল মাধ্যমকে ব্যবহার করে গ্রামীণ এলাকায় শিক্ষার প্রসার ঘটানো৷ শুধু শিক্ষার প্রসার নয়, অন্যান্য ক্ষেত্রেও যেমন তথ্য, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগানো যাবে৷
রবিবার প্রধানমন্ত্রী পৌঁছবেন ভদনাগরে৷ প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথম তিনি সেখানে যাবেন৷ তার আগমনের খবর পেয়ে ইতিমধ্যে সেজে উঠেছে ভদনাগর৷ সেখানে গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করে রওনা দেবেন ভারুচে৷ নর্মদা নদীর উপর বদভুদ ব্যারেজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি৷ সেই সঙ্গে অন্ত্যোদয় এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী৷ এরপর ওইদিন রাতেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *