নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.) : ডোকলামের বিতর্কিত এলাকার খুব কাছে সেনা সমাবেশ করেছে চিন। সূত্রের খবর ডোকলাম থেকে ১২ কিলোমিটার দূরে চাম্বি উপতক্যায় রাস্তা চওড়া করার নামে বিশাল সেনা সমাবেশ করেছে চিন। ভারতীয় বায়ুসেনার এয়ারচিফ মার্শাল বিএস ধানোয়া জানিয়েছেন বিতর্কিত ওই এলাকায় চিন বিশাল সেনা সমাবেশ করেছে। যদিও দুই দেশের সেনা এখনও মুখোমুখি হয়নি। তবে আশা প্রকাশ করা যায় খুব তাড়াতাড়ি চিন চাম্বি উপতক্যা থেকে সেনা সরিয়ে নেবে।
উল্লেখ্য ভুটানের পক্ষ থেকে ডোকলাম উপতক্যাকে নিজেদের বলে দাবি করা হচ্ছিল। পাশাপাশি চিন দাবি করে আসছিল যে ডোকলাম তাদের সীমানা মধ্যে পড়ে। এই বিতর্কের মধ্যে ভারত ভুটানের পাশে এসে দাঁড়ায়। পাশাপাশি ডোকলামে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে শুরু হয় ভারত ও চিনের মধ্যে টানাপড়েন। অবশেষে ৭৩ দিন অবরুদ্ধ থাকার পড়ে ডোকলাম থেকে সেনা সরিয়ে নেয় চিন ও ভারত। এই ঘটনার পরে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত দাবি করেন ভারতীয় বাহিনীকে দুই সীমান্তে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইয়াটাঙ সেনা ছাউনিতে বিশাল সেনা সমাবেশ করেছে চিন।
2017-10-06