রায়পুর, ২ অক্টোবর (হি.স.) : লাগেজের জন্য অতিরিক্ত টাকা চাওয়ায় বিমানকর্মীদের অশ্রাব্য গালিগালাজের অভিযোগ উঠল গায়ক আদিত্য নারায়ণের বিরুদ্ধে। সোমবার রায়পুর থেকে পাঁচজনকে নিয়ে ইন্ডিগোর বিমান ধরতে যান আদিত্য। নির্ধারিত ওজনের থেকে ৪০ কিলো বেশি লাগেজ নেওয়ায় তাঁর থেকে অতিরিক্ত ১৩ হাজার টাকা চান কর্মীরা। তা দিতে অস্বীকার করেন আদিত্য। উল্টে কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। কোনও এক যাত্রীর মোবাইলে সেই বচসার দৃশ্য রেকর্ড হয়ে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে আদিত্যকে আঙুল তুলে অশ্লীল ভঙ্গি করতেও দেখা গিয়েছে। তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে নানা মহলে।
বিমানসংস্থার পক্ষে জানানো হয়েছে, টেলিভিশন তারকা আদিত্য নারায়ণ কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। প্রথমে তাঁকে বিমানে উঠতে দিতে চাননি কর্মীরা। পরে ক্ষমা চাইলে আদিত্যকে বোর্ডিং পাস দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তাঁর থেকে ১৩ হাজার টাকা চাওয়া হলে তিনি ১০ হাজার টাকার বেশি দিতে পারবেন না বলে জানান। মহিলাকর্মীদের সামনেই এই নিয়ে চিৎকার করতে থাকেন তিনি।এর আগে, শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়, তেলুগু দেশম পার্টির নেতা দিবাকর রেড্ডিরা বিমানকর্মীদের ওপর চড়াও হয়েছিলেন। তা নিয়ে নানা মহলে প্রতিবাদ উঠলে কর্মীদের বাঁচাতে আইন আনার কথা জানায় কেন্দ্র।
2017-10-02