আর্থিক অনটনে এক ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ নিজ বাড়িতে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ৷ মৃত যুবকের নাম নারায়ণ চক্রবর্তী (৩৮)৷ তার বাড়ি এডিনগর বেলতলি ৮ নম্বর রোডে৷ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, নারায়ণ বাবুর মৃতদেহ তার নিজের বাড়িতেই একটি গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়৷ খবর পেয়ে এডিনগর থানার পুলশি গিয়ে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি আত্মহত্যা৷ মৃত দেহের গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ছিল৷ তার স্ত্রী ওই সময় বাজারে গিয়েছিলেন৷ বাড়িতে ফিরে দেখেন স্বামীর দেহ ফাঁসিতে ঝুলছে৷ মৃত নারায়ণ চক্রবর্তী একটি দোকান ছিল আগরতলা আদালত চত্বরে৷ মাস কয়েক আগে দোকানটি বন্ধ হয়ে যায়৷ তিনি ঋণ গ্রস্ত ছিলেন৷ আর্থিক অনটনের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা৷