নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগষ্ট ৷৷ অভাবী কৃষকের আত্মহত্যার ঘটনা ঘিরে আমবাসার বিভিন্ন এলাকায় ক্ষোভ৷ বিষয়টি নিয়ে আন্দোলনে যাচ্ছে বিজেপি৷ ঘটনার বিবরণ দিয়ে বিজেপির মুখপাত্র ভিক্টোর সোম বলেন, কেজো মগ (৪৫) তিনি দীর্ঘদিন ধরেই শাসক দলের কর্মী ছিলেন, বিভিন্ন সময়ে তিনি মিছিলেও হেঁটেছেন কিন্তু তার বিনিময়ে পেয়েছেন শুধু নেতাদের আশার বানী৷ কেজো মগের উপার্জনের একমাত্র পথ ছিল কৃষি কাজ৷ অভাব অনটনের মধ্যে সংসার চালাতে পারছে না৷ এলাকার বিদায়কের কাছে বহুবার গিয়েছেন এমনকি পার্টির জেলা সম্পাদক সহ স্থানীয় বহু নেতার বাড়ির দরজার কনা নেড়েছেন, কুলাইস্থিত সিপিআইএম অফিসে বহুবার গিয়েছেন একটু সাহায্যের জন্য কিন্তু কেউ কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ৷ কিছুদিন আগে তার পরিবার বিজেপি দলে যোগ দেয়৷ এরপর থেকেই শুরু হয় কেজো মগের উপর নানা ভাবে অত্যাচার৷ এই সময় সে অর্থের অভাবের জন্য জমিতে চাষ করতে পারেনি৷ অবশেষে কোন রাস্তা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় কেজো মগ৷ এইদিকে এই ঘটনার গোঁটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ খবর পেয়ে বিজেপি নেতৃত্ব ছুটে যায়৷ বিজেপির অভিযোগ শাসক গোষ্ঠী মৃতদেহ নিয়ে রাজনীতি শুরু করে৷ মৃতার বাড়িতে বিজেপি কর্মী যেন না যেতে পারে তাঁর জন্য ছক তৈরি করে রেখে দেয়৷ পরে বিজেপি কর্মীরা ফিরে আসে৷ আরও অভিযোগ ঐ পরিবারের উপর প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে৷ আবার যেন তারা সিপিআইএমে যোগ দেয়৷ প্রয়োজনে বিকল্প ব্যবস্থা করা হবে৷ এইদিকে বিজেপির পক্ষ থেকে উত্তম অধিকারী, আশিস ভট্টাচার্য, গোপাল সূত্রধর অভিযোগ করে মৃত কেজো মগের মৃতদেহ বিজেপি কার্যালয়ের সামতে আনতে বাঁধা দেয় শাসক দলের কিছু চুনোপুঁটি নেতা৷ এদিকে, বিজেপি দলের পক্ষ থেকে গোটা রাজ্যে আন্দোলন গড়ে তুলবে বলে জানা গেছে৷ আমবাসার বিজেপি নেতা সূত্রধর জানান, এই রাজ্যে অনেক কৃষক অভাবের জন্য আত্মহত্যা করছে এপিষয়ে রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ৷
2017-08-03

