মুম্বই হামলার অন্যতম লস্কর জঙ্গি সুফায়ন জাফর জামিনে মুক্ত

লাহোর, ১৪ জুলাই (হি.স.) : ২০০৮-র মুম্বই জঙ্গি হামলা অন্যতম সন্দেহভাজন লস্কর জঙ্গি সুফায়ন জাফরকে জামিনে মুক্তি দিল পাক সন্ত্রাস বিরোধী আদালত| এর আগে অন্যতম অভিযুক্ত জাকিউর রহমান লাকভিকেও ২০১৫-এ জামিনে মুক্তি দিয়েছিল পাকিস্তান| সূত্রের খবর, রাউলপিণ্ডির আদিয়ালা জেল আদালতে শুনানি হয় মুম্বই হামলায় জড়িত সন্দেহে একবছর আগে গ্রেফতার হয় লস্কর জঙ্গি সুফায়ন জাফর| তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি-র পক্ষ থেকে জানানো হয়, ধৃতের বিরুদ্ধে কোনও প্রমাণ পত্র পাওয়া যায়নি| ফলে জাফরের জামিন মঞ্জুর করে আদালত|
তবে রাওলপিন্ডির আদিয়ালা জেলে এখনও বন্দি রয়েছে মুম্বই হামলায় জড়িত সন্দেহে ধৃত আবদুল ওয়াজিদ, মাজহার ইকবাল, জামিল আহ|