মাধ্যমিক পরীক্ষা শুরু, প্রথম দিন শান্তিপূর্ণ

Madhyamik 2016নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের মাধ্যমিক, মাদ্রাসা মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার প্রথম দিনে আজ ছিল প্রথম ভাষা বিষয়ের পরীক্ষা৷ রাজ্যের মোট ৭৫ টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের মধ্যে কয়েকটি পরীক্ষাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তাতে জানা যায় সেইসব পরীক্ষাকেন্দ্রে অবস্থা শান্তিপূর্ণ ছিল৷ আজকের এই পরীক্ষা অসদুপায় অবলম্বনের জন্য ছাত্র বা ছাত্রীকে বহিস্কার করার সংবাদ পাওয়া যায় নি৷ অবশ্য সহ পরীক্ষা কেন্দ্রে সব তথ্য এই সংবাদ প্রেরণ পর্যন্ত পাওয়া যায় নি৷ পর্ষদের সভাপতি, সচিব, উপসচিব আজ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন৷ পর্ষদের সচিব এক প্রেস রিলিজে এই তথ্য জানিয়েছেন৷