মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল

mufti mahhamadনয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি| তবে আপাতত স্থিতিশীল| হাসপাতালে ভর্তি হওয়ার ৭ দিন পরও রবিবার হাসপাতালের তরফে এমনটাই জানাল|
\ানা গিয়েছে, গত ২৪ ডিসেম্বর জ্বর এবং গলায় ব্যাথা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন ৭৯ বছরের মুফতি| তারপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, মুখ্যমন্ত্রীর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটা কমে গিয়েছে| সংক্রমণজনিত রোগেও আক্রান্ত হয়েছেন তিনি| তারপর সাত দিন পেরিয়ে গিয়েছে| কিন্তু এখনও সুস্থ হলেন না মুফতি| তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি| যদিও তাঁর বিপদও এখনও কাটেনি বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে|