আইজল, ২ জুন (হি.স.) : বিশেষ শ্রেণিভুক্ত রাজ্য হিসেবে মিজোরামকে বিনামূল্যে করোনার টিকা সরবরাহ করতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। মূলত, রাজ্যের কঠিন অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি কেন্দ্রের দরবারে এই আবেদন জানিয়েছেন। তাতে রাজ্যের আর্থিক দিক দিয়ে কিছুটা উপকৃত হবে দাবি করেছেন মু্খ্যমন্ত্রী।
জোরামথাঙ্গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রেরিত এক পত্রে লিখেছেন, দেশের বিভিন্ন রাজ্যে যখন করোনার প্রকোপ নিম্নমুখী তখন উত্তর-পূর্বাঞ্চলে তার প্রভাব ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তিনি বলেন, অতিমারির কবলে পড়ে দেশের আয়ের উৎসে আঘাত এসেছে ঠিকই। কিন্তু দেশের ছোট ছোট রাজ্য যেমন মিজোরাম, যেখানে আয়ের উৎস খুবই সীমিত, সেখানে তার প্রভাব আরও মারাত্মকভাবে দেখা দিয়েছে। সাথে তিনি যোগ করেন, ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকাকরণে রাজ্য সরকারকে টিকা ক্রয়ে খরচ বহন করতে হচ্ছে, তাতে রাজ্যের ঘাড়ে বিরাট বোঝা চাপছে।
তাই তিনি প্রধানমন্ত্রীকে চিঠিতে টিকাকরণ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে মিজোরামকে বিশেষ শ্রেণিভুক্ত রাজ্য হিসেবে টিকার সমস্ত খরচ কেন্দ্রীয় সরকার বহন করুক, সেই আবেদন জানিয়েছেন, জানান মুখ্যমন্ত্রী। সাথে তিনি উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ঐক্যবদ্ধভাবে একই দাবি কেন্দ্রের কাছে রাখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। অবশ্য কেন্দ্র এখনও মিজোরামের আবেদনে সায় দেয়নি।

