নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): ভারতে নতুন করোনা-আক্রান্তের সংখ্যা আরও কমে গেল। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের নীচেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) ভারতে নতুন করে কোভিডে সংক্রমিতের ১.৭৩ লক্ষাধিক, এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৩,৬১৪৭ জন রোগীর। একইসঙ্গে শুক্রবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৮৪ হাজার ৬০১ জন। টিকাকরণ অভিযানের মাধ্যমে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ২০,৮৯,০২,৪৪৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ভারতে কমেই যাচ্ছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় কমেছে ১,১৪,৪২৮। ১ লক্ষ ১৪ হাজার ৪২৮ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ২২ লক্ষ ২৮ হাজার ৭২৪-তে (৮.০৪ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬১৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,২২,৫১২ জন (১.১৬ শতাংশ)।
সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতাই প্রতিদিন স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২ লক্ষ ৮৪ হাজার ৬০১ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৫১,৭৮,০১১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯০.৮০ শতাংশ। দেশে এই মুহূর্তে দৈনিক পজিটিভিটি রেট ৮.৩৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২০ কোটি ৮৯ লক্ষ ০২ হাজার ৪৪৫ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩০,৬২,৭৪৭ জনকে।
2021-05-29