BRAKING NEWS

আরও এক সপ্তাহের লকডাউনের মেয়াদ বাড়ল রাজধানী দিল্লিতে

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : আক্রান্তের সংখ্যা কমলেও এখনও কমছে না উদ্বেগ। সেই সঙ্গে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের থাবা। এমতাবস্থায় দিল্লিতে আরও এক সপ্তাহের লকডাউনের মেয়াদ বাড়ল। রবিবার নতুনভাবো ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১ সপ্তাহ পর্যন্ত আপাতত এই মেয়াদ বাড়ানোর পর আগামী ৩১ মে থেকে প্রথম পর্বের আনলক পর্বও শুরু হচ্ছে দিল্লিতে। কিন্তু তার আগে যাতে আম-আদমির খামখেয়ালিপনার জন্য নতুন করে পস্তাতে না হয় তাই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বর্তমানে দিল্লিতে সংক্রমণের হার নেমেছে ২.৫ শতাংশে, যা গত ১ এপ্রিলের পর থেকে সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে ১৬০০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। যা মার্চের এক তারিখের পর থেকে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে ১৮২ জনের। এই মুহূর্তে দিল্লিতে সব মিলিয়ে মৃত ২৩ হাজার ১৩।


আর এই পরিসংখ্যান দেখেই অনেকেই বলছেন তবে হয়তো শেষ পর্যন্ত দ্বিতীয় পর্বের করোনা ধাক্কা অনেকটাই সামলে নিল দিল্লি। যদিও তারপরেও করোনা বিধিতে একবিন্দুও খামিত দিতে রাজি নন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমস্ত কোভিড বিধি সঠিক ভাবে পালন করা হলেই আনলক পর্ব শুরু করা হবে বলে জানান তিনি। অন্যথায় ফের কড়া ব্যবস্থা নেবে সরকার। এদিকে বর্তমানে দিল্লিতে সক্রিয় রোগীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ৩১ হাজার ৩০৮। এমনকী মাসখানেক আগেও রাজধানীতে সংক্রমণের হার ছিল প্রায় ২৫ শতাংশ।

যা বর্তমানে ৪ শতাংশের নীচে নেমে গিয়েছে। দিল্লির সাম্প্রতিক কোভিড চিত্র বলছে, আগের থেকে অনেকটাই ভালো আছে রাজধানী। করোনার দ্বিতীয় ঢেউতে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল দিল্লির। বেড়েই চলছিল কোভিডে আক্রান্তের সংখ্যা। কিন্তু বর্তমানে সক্রিয় রোগীর পাশাপাশি পজিটিভিটি রেট কমায় অনেকটাই কমেছে উদ্বেগ। এদিকে এপ্রিল শুরু থেকে করোনার প্রকোপ বাড়তে থাকায় গত ১৯ এপ্রিল লকডাউন জারি হয় দিল্লিতে। পরে তা ১৬ মে আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *