রায়পুর, ২৩ মে (হি.স.) : কঠোর লকডাউন বিধি না মানার অভিযোগে এক যুবকের মোবাইল ফোন মাটিতে আছড়ে ফেলে সপাটে থাপ্পর মারলেন জেলাশাসক রণবীর শর্মা। শনিবার সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হতেই ছত্রিশগড় সুরাজপুরের জেলাশাসক রণবীর শর্মাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এখানেই শেষ নয়, ওই যুবক ও তার পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, লকডাউনের মধ্যে এক যুবক ওষুধ আনার জন্য রাস্তায় বেরিয়েছিলেন। সেই সময় সুরাজপুরের জেলাশাসক রণবীর সিং ও পুলিশকর্মীরা ওই যুবকের পথ আটকায়। যুবকটি কাগজ দেখানো সত্ত্বেও তার মোবাইল রাস্তায় ফেলে চড় মারেন জেলাশাসক। যদিও পরে তিনি এই ঘটনা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই যুবক টিকাকরনের জন্য বেরিয়েছিলেন, কিন্তু কোন উপযুক্ত কাগজপত্র ছিল না। বাজে ব্যাবহারের জন্য তাকে থাপ্পড় মারা হয়। পরে যদিও তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
যদিও এই ঘটনার পর আসলে নামেন খোদ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি এই ঘটনার নিন্দা করে রবিবার সোশ্যাল মিডিয়ার টুইটে লেখেন, এক যুবকের সঙ্গে সুরাজপুরের জেলাশাসক রণবীর শর্মার দুর্ব্যবহার ঘটনা আমার নজরে এসেছে। এটা খুব দুঃখজনক ঘটনা ও নিন্দনীয়। ছত্তিশগড়ে এমন কাজ বরদাশ্ত করা হবে না। অবিলম্বে ওই জেলাশাসককে সরানোর নির্দেশ দিয়েছি।