ক্রমেই ঊর্ধ্বমুখী সংক্রমণের হার! আমেরিকায় কোভিডে মৃত্যু ৬৫৯ জনের

ওয়াশিংটন, ২১ মে (হি.স.): আমেরিকায় আরও ৬৫৯ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। একইসঙ্গে মার্কিন মুলুকে ফের বাড়ল করোনার সংক্রমণ, আমেরিকায় বৃহস্পতিবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০,২১৪ জন। ফলে আমেরিকায় ৩৩,৮৩৩,১৮১-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৫৯ জনের, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৬৫৯ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ০২ হাজার ৬১৬ জনের।
মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২১৪ জন, আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,৮৩৩,১৮১-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৭,৩৫৮,৬৫১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৫৯ জনের। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫৮ লক্ষ ৭১ হাজার ৯১৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *