ধলাই (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : ত্রিপুরায় বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ধলাই জেলায় লংতরাইভ্যালি মহকুমায় ছৈলেংটা থানাধীন চালিতাছড়া ভিলেজের দেবেন্দ্র রোয়াজা পাড়ার বাসিন্দা বিজেপি মনিটরিং কমিটির সদস্য রণমোহন ত্রিপুরা (৩৮)-র মৃত্যু রাজনৈতিক খুন বলে দাবি করেছেন দলের মণ্ডল সভাপতি মোহনলাল ত্রিপুরা।
কর্মীর মৃত্যুতে শোকে কাতর মোহনলাল বলেন, এডিসি নির্বাচনে তিপ্রা মথা-র বিজয়ের পর দীর্ঘদিন রণমোহন বাড়ি থেকে পালিয়েছিলেন। প্রাণ ভয়ে অন্যত্র কাটিয়েছেন তিনি। কারণ, নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছিল। মোহনলালের দাবি, দীর্ঘদিন বাড়ির বাইরে কাটিয়ে সম্প্রতি ফিরে এসেছিলেন রণমোহন। গতকাল সন্ধ্যায় বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ সকালে বাড়ির পাশেই জঙ্গলে তার মৃতদেহ উদ্ধার হয়েছে।
তিনি বলেন, রণমোহনের শরীরে অজস্র আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। দলীয় কর্মীর মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক খুন দাবি করে মোহনলাল নাম না করে তিপ্রা মথা-র সদস্যদের দিকেই আঙুল তুলেছেন। ওই ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড বিভিন্ন প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।