নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ গতকাল রাতে দৈনিক সংবাদ পত্রিকার কাঁকড়াবন প্রতিনিধি দেবব্রত রুদ্রের উপর আক্রমণ করে এক দুর্বৃত্ত৷ রেগার কাজে একটি দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন দেবব্রত বাবু ৷ দুর্নীতির সংবাদ ফাঁস হয়ে যাবার ভয়ে এলাকার এক দুর্বৃত্ত শনিবার রাত ৯ টায় চড়াও হয় সাংবাদিক দেবব্রত রুদ্রের উপর৷ হাতে ও বুকে আঘাত লাগে দেবব্রত রুদ্রের৷
এফআইআর হয় কাঁকড়াবন থানায়৷ স্বভাবসিদ্ধভাবেই আবারও কাঁকড়াবনে দেবব্রত রুদ্রের বাড়িতে ছুটে যান এফডিপিএমসি এর এক প্রতিনিধিদল৷ প্রতিনিধি দলে ছিলেন এফডিপিএমসির সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, এফডিপিএমসি এর সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্য ও এফডিপিএমসি এর রাজ্য কমিটির সদস্য দীপন্ত মজুমদার৷ কাঁকড়াবন থানার ভারপ্রাপ্ত ওসির সাথে দেখা করে অভিযুক্ত দুর্বৃত্তকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান প্রতিনিধিদল৷ ভারপ্রাপ্ত ওসি আশ্বাস দিয়েছেন দুর্বৃত্তকে গ্রেপ্তারের৷
গত শুক্রবার দামছড়াতে সাংবাদিক দীপক চক্রবর্তী সংবাদ সংগ্রহে গেলে সেখানেই নিগৃহীত হয় দুষৃকতীদের হাতে৷ এফডিপিএমসি এর ১০/১২ জনের প্রতিনিধি দল গতকালই ছুটে যায় দামছড়ায়৷ আসামী গ্রেপ্তারের জন্য চাপ সৃষ্টি করে থানার উপর৷ আগরতলা কেন্দ্র থেকেও একাধিকবার যোগাযোগ করা হয় উত্তর জেলার পুলিশ সুপারের সাথে৷ শেষ পর্যন্ত আজ গ্রেপ্তার হয় ২ জন দুষৃকতী৷ কাঁকড়াবনের ক্ষেত্রেও অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবী জোরালো এফডিপিএমসি রাজ্য কমিটির এবং সাংবাদিকদের উপর সংঘটিত এই ধরণের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে সংগঠন৷
প্রশাসন ও শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের কাছে আমাদের বিনীত আবেদন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সৈনিকদের উপর এই ধরণের আক্রমণের বিরুদ্ধে সকলে মিলে রুখে দাঁড়ান৷ তাতে শক্তিশালী হবে গণতন্ত্র৷ এফডিপিএমসির তরফ থেকে এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে৷

