পশ্চিমবঙ্গের সন্ত্রাস, ত্রিপুরায় বিজেপির প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর নির্বাচনোত্তর সন্ত্রাস চরম আকার ধারণ করেছে৷ সন্ত্রাস বন্ধের প্রতিবাদে ত্রিপুরায় বিজেপির পক্ষ থেকে রাজ্য ব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের হিংসার বিরুদ্ধে আগরতলায় বোধজং চৌমুহনীতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ৷


বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর গোটা রােেজ্য ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলাা, খুন সন্ত্রাস ও পৈশাচিক আক্রমণ সংঘটিত করা হচ্ছে৷ নির্মমভাবে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের খুন করা হচ্ছে৷ মহিলাদের ওপর নির্যাতন করা হচ্ছে৷ বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে৷ এটা নির্মম ঘটনা বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী৷ এর প্রতিবাদে ত্রিপুরার প্রতিটি মন্ডল এলাকায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করাা হচ্ছে৷ এ ধরনের কার্যকলাপ এর নিন্দা ও ধিক্কার জানান মুখ্যমন্ত্রী৷ পশ্চিমবঙ্গে এ ধরনের সন্ত্রাস অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের পাশে রয়েছে ত্রিপুরা দেশের সমস্ত দলীয় নেতা-কর্মী সমর্থকরা৷