কলকাতা, ২ মে (হি.স.) : বিধানসভা নির্বাচনের ফলাফল গণনায় রবিবার দুপুর পর্যন্ত ফলাফলের ট্রেন্ডের হিসাবে ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরতে চলেছেন। রবিবার দুপুর পর্যন্ত ভোটের ফলাফলের ট্রেন্ডে তৃণমূল নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি টুইটে লিখেছেন, ‘বাংলার সচেতন নাগরিকরা বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন। মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের শুভেচ্ছা’। ‘একজন মহিলাকে বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করছিল, তার যোগ্য জবাব দিয়েছে বাংলার জনগণ’ টুইটারে লিখলেন অখিলেশ যাদব। হ্যাশট্যাগে লিখলেন ‘দিদি জিও দিদি’।
2021-05-02