নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, এবার আগুন লাগল পশ্চিম দিল্লির কীর্তি নগর এলাকায় অবস্থিত ফার্ণিচার মার্কেটে। বুধবার ভোররাতে ফার্ণিচারের মার্কেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ২৮টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা। দমকল কর্মীদের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার ভোররাত তিনটে নাগাদ পশ্চিম দিল্লির কীর্তি নগর এলাকায় অবস্থিত ফার্ণিচার মার্কেটে আগুন লাগে। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছয় দমকলের ২৮টি ইঞ্জিন। একটি বিল্ডিংয়ের চার-তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ল্যাডারের সাহায্যে দমকল কর্মীরা আগুন নেভান। দমকল কর্মীদের তৎপরতায় সকাল ছ’টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
2021-04-21