ফের ঊর্ধ্বমুখী করোনা-সংক্রমণ, ব্রাজিলে দৈনিক মৃত্যু বেড়ে ৩,৪৮১

রিও ডি জেনেইরো, ২১ এপ্রিল (হি.স.): ব্রাজিলে ফের অনেকটাই বাড়ল দৈনিক করোনাভাইরাসের সংক্রমণ, দৈনিক মৃত্যুও ঊর্ধ্বমুখী। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৮১ জনের, এই সময়ে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৩,১৭২ জন। ফলে ব্রাজিলে ৩ লক্ষ ৭৮ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ব্রাজিলে নতুন করে ৩ হাজার ৪৮১ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ৫৩০-তে পৌঁছেছে।
আগের দিনের তুলনায় করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৭৩,১৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৪,০৫০,৮৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১২,৫৬১,৬৮৯ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,১১০,৬৬৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *