কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): মারণ করোনাভাইরাসের প্রকোপ থেকে কেউ রেহাই পাচ্ছেন না! এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মৃদু সংক্রমণ দেখা দেওয়ায় মঙ্গলবার রাতে সুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বুকে স্ক্যান করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে সুজন চক্রবর্তীর গাড়ির চালক কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় অবশ্য সুজনের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। সাবধানতা অবলম্বনের জন্য কিছু দিন নিভৃতবাসে ছিলেন তিনি। এবার সুজনও কোভিডে আক্রান্ত হলেন।
২০২১-এর বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী। গত ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণ হয়েছে যাদবপুরে। সুজনের আগেও রাজ্যের একাধিক প্রার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিডের জেরে প্রাণও হারিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। রাজ্যের করোনার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে ভীত বঙ্গবাসী।
2021-04-21