নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ভয়াবহ অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই দুইটি রেস্টুরেন্ট৷ ঘটনা সোমবার রাত প্রায় আনুমানিক বারোটায় উদয়পুর মাতারবাড়ি বাজার সংলগ্ণ এলাকায়৷ অল্পের জন্য এদিন রক্ষা পায় পার্শবর্তী বহু দোকান সহ ও বাড়িঘর৷ অগ্ণিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাত আনুমানিক বারোটায় স্থানীয় লোকজনরা মাতারবাড়ি মন্দির সংলগ্ণ এলাকার দুইটি রেস্টুরেন্টে আগুন দেখতে পান৷
সঙ্গে সঙ্গে চিৎকার- চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে৷খবর দেওয়া হয় উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে৷ খবর পেয়ে উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয় জনগণের সহযোগিতায় অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে৷ যদিও আগুনের লেলিহান শিখায় দুটি রেষ্টুরেন্ট পুড়ে ছাই হয়ে যায়৷ তবে সময় মত অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে না আসলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারত বলে জানান স্থানীয়রা৷এই অগ্ণিকাণ্ডটি শর্ট সার্কিট থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ এই অগ্ণিকাণ্ডে রেস্টুরেন্টে মজুদ থাকা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার ফলে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে৷ রাতের বেলায় এই অগ্ণিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মাতাবাড়ি এলাকায়৷প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে৷ ক্ষতিগ্রস্ত দোকানিদের আপদকালীন আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে৷