নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে । করোনা সংক্রমণ যত বাড়ছে ততই দেশের বিভিন্ন রাজ্যে দেখা দিচ্ছে করোনা টিকার ঘাটতি। এরই মাঝে সামনে এল বিস্ফোরক তথ্য । ১১ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে এপর্যন্ত দেশে মোট ৪৪ লক্ষ ডোজ নষ্ট হয়েছে। মোটের উপর যা ২৩ শতাংশ। তথ্য জানার অধিকারে এক আবেদনের ভিত্তিতে এই পরিসংখ্যান সামনে এসেছে।
জানা গিয়েছে, রাজ্যগুলিকে যে পরিমাণ টিকার ডোজ দেওয়া হয়েছিল, তার প্রায় ২৩ শতাংশ নষ্ট হয়েছে। টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন রাজ্যে মোট ৪৪ লক্ষ ডোজ টিকা নষ্ট হওয়ার এই তথ্য পাওয়া গেছে । এর মধ্যে সব চেয়ে বেশি টিকা নষ্ট হয়েছে তামিলনাড়ু (১২.১০%)-তে। এরপর আছে, হরিয়ানা (৯.৭৪%), পাঞ্জাব (৮.১২%), মণিপুর (৭.৮%) এবং তেলেঙ্গানা (৭.৫৫%)। পাশাপাশি এই তালিকায় আছে কেরল, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, মিজোরাম, গোয়া, দমন দিউ, আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপও।