ঝাড়খন্ডে ঘোষণা হল ২২ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউন

রাঁচি, ২০ এপ্রিল (হি.স) : অবশেষে ঝাড়খন্ডের ঘোষণা হল সপ্তাহব্যাপী লকডাউন। আগামী ২২ এপ্রিল সকাল থেকে ২৯ এপ্রিল সকাল পর্যন্ত পালন করা হবে রাজ্যজুড়ে লকডাউন।


মঙ্গলবার ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যবাসীকে উদ্দেশ্যে এই ঘোষণা করে বলেন, ঝাড়খন্ডে করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে এবং এই ভাইরাসের চেনকে ভাঙার জন্য লকডাউন অত্যন্ত আবশ্যক। এজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার ২২ এপ্রিল সকাল ছটা থেকে ২৯ এপ্রিল সকাল পর্যন্ত স্বাস্থ্যসুরক্ষা সপ্তাহ হিসেবে এই লকডাউন পালন করা হবে।


এর ফলে কোভিদ-১৯ র চেইন  ভেঙে তার ওপর নিয়ন্ত্রণ করা যাবে বলে আশা করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন,ঝাড়খন্ড একটি গরিব রাজ্য। আমাদের প্রাথমিক উদ্দেশ্য হল জীবন ও জীবিকা বাঁচানো। আর এই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি লকডাউনের নিয়মাবলী জানিয়েছেন।


এই লকডাউনে অত্যাবশ্যক সামগ্রী দোকান ছাড়া অন্য সমস্ত দোকান বন্ধ থাকবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তথা আঞ্চলিক ক্ষেত্রের বিভিন্ন কার্যালয় ছাড়া সমস্ত কার্যালয় বন্ধ থাকবে। ধর্মস্থল খোলা রাখা হলেও তবে সেখানে উপস্থিতির ওপর প্রতিবন্ধকতা থাকবে। কোন ব্যক্তি অনুমতি ব্যতীত ঘরের বাইরে বের হতে পারবেন না। পাঁচজনের বেশি এক জায়গায় একত্রিত হওয়ার উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, করোনা সংক্রমণকে রোধ করতে এক সঙ্গে লড়াই করতে হবে এবং এই লকডাউনের সময় অতি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর জন্য রাজ্যবাসীকে অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *