মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.): চলচ্চিত্র জগতে ক্রমেই থাবা বসাচ্ছে কোভিড-১৯ ভাইরাস। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা সোনু সুদ। অভিনেতা নিজের বাড়িতেই স্বেচ্ছা-নিভৃতবাসে রয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা শনিবার জানিয়েছেন অভিনেতা। শনিবার দুপুরে সামাজিক মাধ্যমের পোস্টে তিনি লেখেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে চাই শনিবার সকালে আমার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে।”
সোনু আরও জানিয়েছেন, “সমস্ত সচেতনতা বিধি মেনে ইতিমধ্যেই আমি নিজেকে নিভৃতবাসে রেখেছি এবং নিজের যথেষ্ট যত্ন রাখছি। তবে চিন্তা করবেন না, এটি আপনার সমস্যাগুলি সমাধান করার জন্য আমাকে যথেষ্ট সময় দেবে। মনে রাখবেন আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি।” অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।
2021-04-17