নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ খয়েরপুর বিপনি বিতান হলে গত ১২ এপ্রিল এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ উক্ত শিবিরে মোট ২১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন৷ শিবিরে ডাঃ সুুলোচনা দেববর্মা রক্তদানের সুুফল সর্ম্পকে আলোচনা করেন৷ এছাড়াও রক্তদানে সবাইকে এগিয়ে আসতে আহ্বান করেন৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷
এদিকে, পশ্চিম জেলার আওতাধীন ইউনাইটেড ফ্রেণ্ডস ক্লাবের উদ্যোগে গত ১১ এপ্রিল ইউনাইটেড ফ্রেণ্ডস ক্লাব প্রাঙ্গনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ উক্ত শিবিরে মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন৷ শিবিরে ডাঃ সুুলোচনা দেববর্মা রক্তদানের সুুফল সর্ম্পকে আলোচনা করেন৷ এছাড়াও রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷